• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্যারের ডাকেই ঘরে ফিরলেন ছাত্র  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৪:১৫ পিএম
স্যারের ডাকেই ঘরে ফিরলেন ছাত্র  

এর আগে যখন স্পোর্টিং ক্লাব দে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তখন এক দুরন্ত টগবগে যুবক ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর বিশ্ব ফুটবলে দাপড় দেখিয়ে পাঁচ বার ব্যালন ডি'অর জয়ের মুকুট ছাড়াও জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা। এরপর প্রায় এক যুগ পরে ৩৬ বছর বয়সে আবারও ফিরলেন প্রিয় সে ঘরে। তাও আবার প্রিয় গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের ডাকেই ফিরলেন ওল্ড ট্রাফোর্ডে। 
 
আর্সেন ওয়েঙ্গার অনেকবার দাবি করেছেন যে,♛ আর্সেনালের হয়ে চুক্তিতে স্বাক্ষর করতে প্রায় প্রস্তুত ছিলেন রোনালদো। এমনকি স্পোর্টিংয়ের সঙ্গে নাকি মৌখিক চুক্তিও হয়ে গিয়েছিল𒐪। তবে সেই চুক্তি বাস্তবে রুপ নেয়নি কোনদিনই। 

সেদিনের মতো এবারও তাকে রেড ডেভিলসদের 🔯দলে নেওয়ার মুখ্য ভূমিকায় ছিলেন এক স্কটিশ ফুটবল জিনিয়াস। প্রতিভা চিনতে যার চোখ কাজ করে জহুরির মতো, তিনি ফুটবলে সকলের কাছে স্যার হিসেবেই পরিচিত। এবারও দলে টানতে হাত রয়েছে সꦯেই প্রিয় গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের। 

ম্যানচেস্টার ইভিনিং নিউজ এর রিপোর্ট অনুযায়ী, শুক্রবার (২৭ আগস্ট) জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন তীব্র হতেই রোনালদোর সঙ্গে যোগাযোগ কর♑েন স্যার অ্যালেক্স ফার্গুসন। পিতৃহীন রোনালদো সবসময়ই ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী কোচকে তার পিতৃতুল্য মনে করে এসেছেন। সেই ফার্গুসনের ডাকে আবারও ইউনাইটেডের জার্সি 🍸গায়ে চাপাতে চলেছেন সিআর৭। 

তবে ড্রেসিংরুমে এখন ফার্গুসনকে পাচ্ছেন না রোনালদো। সে দায়িত্ব এখন তꦯার সাবেক সতীর্থ ওলে গানার সোলশায়ারের। তবে ওল্ড ট্রাফোর্ডের স্ট্যান্ডে বসে পছন্দের শিষ্যকে প্রিয় দলের হয়ে আবারও নতুন ইতিহাস রচনা করতে দেখবেন ফার্গুসন। নিশ্চয়ই পর্তুগিজ মহাতারকার ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তিনিও। 

Link copied!